Header Ads

বাংলালিংক সিমে নিয়ে নিন ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায়। সর্বোচ্চ ৫ বার।

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে কাজের কথায় আসা যাক। বাংলালিংক নতুন বা বন্ধ সংযোগে ফিরে এলেই পাবেন ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় এবং সর্বোচ্চ ৫ বার এই অফারটি নিতে পারবেন একজন গ্রাহক।
ইন্টারনেট এর মেয়াদ থাকবে রিচার্জের দিন সহ ৭ দিন এবং প্রতি মাসে ১ বার ৯ টাকায় ১ জিবি নিয়া যাবে। এভাবে ৫ মাস এ ৫ বার ১ জিবি করে নিতে পারবেন।





বিস্তারিত নিচে দেয়া হলঃ-
  • বাংলালিংক-এর যে সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ২৮ অক্টোবর, ২০১৬ বা এর পূর্ব থেকে তাদের সংযোগ ব্যবহার করেননি তাদের জন্য প্রযোজ্য
  • অফারটি প্রযোজ্য কিনা জানতে, গ্রাহককে তার বাংলালিংক নাম্বার লিখে 4343 নাম্বারে sms করতে হবে (ফ্রি)
  • রি-অ্যাক্টিভেশনের পর গ্রাহক *124*34# ডায়াল করলে 1gb ইন্টারনেট (মেয়াদ ৭ দিন) এবং (বাংলালিংক-বাংলালিংক) নাম্বারে আধা পয়সা/সেকেন্ড এবং ১পয়সা/সেকেন্ড অন্য অপারেটরে (২৪ ঘণ্টা) কলরেটের সাথে ১ সেকেন্ড পালস উপভোগ করতে পারবেন (মেয়াদ ৩০ দিন)
  • সেই সাথে গ্রাহকরা ৯ টাকায় 1gb ইন্টারনেট পাবেন। ৯ টাকায় 1gb অফারটি আগামী ৪ মাস পাওয়া যাবে। প্রতিমাসে গ্রাহক একবার অফারটি নিতে পারবেন। এই সময়ের মধ্যে প্রথম মাসও অন্তর্ভুক্ত। ইন্টারনেটের মেয়াদ ৭ দিন
  • গ্রাহক যদি প্রথমবারের 1gb বোনাস ইন্টরনেটের সাথে ৯ টাকা রিচার্জ করে তবে অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী বোনাস ইন্টারনেটের সাথে যুক্ত হবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে
  • ৩০ দিনের স্পেশাল ট্যারিফের পর প্রতি ৩৫ টাকা রিচার্জে এই মেয়াদ ৭ দিন করে বৃদ্ধি পাবে। ৩০ দিনের মেয়াদ থাকাকালীন গ্রাহক ৩৫ টাকা রিচার্জ করলে অধিকতর মেয়াদ প্রযোজ্য হবে
  • ইন্টারনেট দিনরাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল *124*5#
  • গ্রাহক *166*243# ডায়াল করে অফারটি আনসাবস্ক্রাইব করতে পারবেন
  • কলরেটে vat, sd এবং sc প্রযোজ্য
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে

No comments:

Theme images by chuwy. Powered by Blogger.