ফ্রি তে মেসেজ পাঠান যেকোনো বাংলাদেশি নাম্বারে
আজ আপনাদের আমি দেখাব কিভাবে সব বাংলাদেশী নাম্বার এ ফ্রিতে এস এম এস করা যায়। তাহলে কাজ শুরু করি।।
১. প্রথমে এই লিংক থেকে ছোট্ট একটা Android এপ ডাউনলোড করুন। [SIZE 6.20 MB]
এখন এপটা ইন্সটল করুন।
২. ডাটা কানেক্টেড করে এপ এ প্রবেশ করুন।
৩. একদম উপরে ডান দিকে স্ক্রিনশট এর মত দেখতে পাবেন। সেখান থেকে Create Account এ ক্লিক করুন।
৪. স্ক্রিনশট এর মতো আসবে। এখানে ফর্ম পুরন করুন। এবং Create Account এ চাপুন।
৫. একাউন্ট এক্টিভ করার পর হটলাইন থেকে আপনাকে ৫ মিনিটের মধ্যে ফোন দিবে।
৬. পরে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৭. কম্পোজ থেকে একটা মেসেজ টাইপ করুন। গ্রাহকের নাম্বার দিয়ে Send ShurjoBarta তে চাপুন।
৮. ২ মিনিটের মাঝেই মেসেজ টি সেন্ড হয়ে যাবে।
NB. যাকে মেসেজ দিবেন তারও একাউন্ট থাকতে হবে। নো প্রব্লেম, আপনি নিজেই সেই নাম্বার দিয়ে একটা একাউন্ট বানিয়ে নিন। ব্যস হয়ে গেল।
প্রুভঃ
SMS LIMIT DAILY 10
No comments: