গ্রামিনফোন বন্ধ সিমে ৫০০ এমবি ইন্টারনেট নিয়ে নিন মাত্র ৫ টাকায়। যত খুশি ততবার!!
গ্রামিনফোন এ ৫০০ এমবি ইন্টারনেট মাত্র ৫ টাকায়
আস-সালামুয়ালাইকুম কেমন আছেন??
আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম..
এখন গ্রামিনফোন দিচ্ছে ৫ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট । এটি শুধু যাদের সিম ৩ মাসের অধিক/ ৩ মাস বন্ধ থাকবে তারা পাবেন ।
এখন গ্রামিনফোন দিচ্ছে ৫ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট । এটি শুধু যাদের সিম ৩ মাসের অধিক/ ৩ মাস বন্ধ থাকবে তারা পাবেন ।
- আপনার বন্ধ সিমে অফারটি পাবেন কিনা জানার জন্য BHK স্পেস আপনার Phone Number পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে।যেমন —- BHK 01753531415 Send to
- 9999। ফিরতি এসএমএস এ আপনাকে জানিয়ে দেবে আপনি অফারটি পাবেন কিনা।
- আপনি যদি অফারটি পান তাহলে এইরকম একটা মেসেজ আসবে____
আপনি যদি অফারটি না পান তাহলে এইরকম একটা মেসেজ আসবে—-
- অফার টি পেতে আপনার মোবাইল এ ৫ টাকা রেখে তারপর *১১১*৯০# ডায়াল করুন তারপর একটু ওয়েট করুন । আপনি ৫০০ এমবি ইন্টার নেট পেয়েছেন কিনা সেই।মেসেজ টি পাওয়া না পর্যন্ত আপেক্ষা করুন ।। মেসেজ টি পাওয়ার পর আবার ডায়াল করুন । এভাবে আপনি অনেকবার পর্যন্ত ইন্টারনেট পেক কিনতে পারবেন।
- আর ব্যালেস চেক করুন *৫৬৬*১০#
বি দ্রঃ __ কতবার পাবেন জানতে চাহিয়া লজ্জা দিবেননা, কতবার পাওয়া যাবে তা আমি নিজেই জানি না।
প্রতিমুহূর্তে এমন আরও সব খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং সবসময় TrickHomeBD.Com এর সঙ্গেই থাকুন।
No comments: