এবার যেকোনো ছবি থেকে লিখা মুছুন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পুর্ণ ঠিক রেখে। (ফটোশপ CS6-এর ম্যাজিক)
প্রিয় টেকটিউনস ভিউয়ার্স আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপ সি.এস.সিক্স -এর ফিচার সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
আজকে আমরা দেখব ফটোশপ সি.এস.সিক্স-এ কিভাবে যেকোনো ইমেইজ থেকে যেকোনো টেক্সট/লিখা মুছে ফেলা যায় ছবির পেছনের ব্যকগ্রাউন্ড সম্পূর্ণ ঠিক রেখেই। খুব সহজ ভাবে বলতে গেলে আমরা অনেকেই বিভিন্ন দরকারে বিভিন্ন পিকচার-এ থাকা যেকোনো টেক্সট/লিখা মুছতে গেলে দেখতে পাই, ছবির পেছেনের ব্যকগ্রাউন্ড পুরোপুরি না হলেও আংশিক-ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার কারনে ছবি দেখলে বুঝাই যায় এখানে আগে কিছু ছিল। তো এই কাজটি (ছবি থেকে লিখা মুছে ফেলা) যদি আমরা ফটোশপ সি.এস.সিক্স-এ করি তাহলে দেখব পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে এবং কেউ দেখলে বুঝতেই পারবে না যে, এখানে (লিখা থাকা যায়গায়) আগে কিছু ছিল।
তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউটোরিয়াল বা টিউন-এ যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সবাই ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন এই কামনায় আমি আপনাদের কাছ হতে বিদায় নিচ্ছি আল্লাহ্-হাফেজ।
আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন এখানেঃ
যেকোনো ছবি থেকে লিখা মুছার ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানে
No comments: